স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সমাজ কাঠামো হবে পুরুষতান্ত্রিক, রাষ্ট্রভাষা হবে আরবি! এমনই এক ইসলামী খিলাফতভিত্তিক রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়ে এখনো সক্রিয় নিষিদ্ধ উগ্রপন্থি সংগঠন হিজবুত তাহরির। গত ২৬ অক্টোবর চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে গ্রেফতার দু হিজবুতকর্মীর কাছে ৪০ পৃষ্ঠার একটি পুস্তিকা উদ্ধার করেছে পুলিশ, যার ওপর লেখা রয়েছে খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান। সেই খসড়া সংবিধানে বাঙালির রাষ্ট্রভাষা বদলে দেয়ার পাশাপাশি দেশের সব নাগরিকের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং নারী-পুরুষের অবাধ মেলামেশা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। ১৮৬টি ধারা নিয়ে তৈরি ওই পুস্তিকার একটি অনুলিপি সংবাদ মাধ্যমের হাতে এসেছে। এতে দেখা যায়, ২০০৯ সালের ২২ অক্টোবর নিষিদ্ধ হওয়ার নয় মাসের মাথায় ২০১০ সালের ১৬ আগস্ট তারা এ খসড়া সংবিধান প্রকাশ করে। পুলিশ কর্মকর্তারা বলছেন, বিভিন্ন সময় সংগঠনটির অনেক নেতাকর্মী বিভিন্ন স্থানে দলীয় প্রচারপত্রসহ গ্রেফতার হলেও তাদের এ খিলাফত রাষ্ট্রের সংবিধান এই প্রথম পাওয়া গেলো। শুক্রবার বন্দরনগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে বেশ কিছু প্রচারপত্রসহ সাত হিজবুতকর্মীকে গ্রেফতার করা হয়। এসব প্রচারপত্রে কথিত সেই খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠায় সেনাবাহিনীকেও উসকানি দিয়ে বক্তব্য এসেছে।