স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিচয় দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে টেলিফোন করে প্রতারণার আশ্রয় নেয়ার অভিযোগে বিমা কোম্পানির এক নারী কর্মকর্তাকে আটক করেছে ৱ্যাব। গতকাল শনিবার রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মারজিয়া জান্নাতি নুপু (৩৫) ইসলামী ইনস্যুরেন্স লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক বলে জানা গেছে। ৱ্যাবের মিডিয়া উইংয়ের সহকারী মাকসুদুল আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন পরিচয় দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফোন দিয়ে জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে মারজিয়া রুপাকে আটক করা হয়েছে। ৱ্যাব জানায়, জান্নাতি নুপু নিজেকে শেখ রেহানা পরিচয় দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের কাছে ফোন দেন। তিনি ব্যাংকের গভর্নরের কাছে একটি ঋণ পাসের জন্য সুপারিশ করেন। ওই ঋণ পাস হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক বিষয়টি তদন্তের দায়িত্ব দেয় ৱ্যাবের কাছে। পরে ৱ্যাব তদন্ত করে দেখতে পায় এটি একটি প্রতারকচক্র। নুপুকে এ অভিযোগে গ্রেফতার করা হয়।