বগুড়া-সান্তাহার সড়কে ফ্যাক্টরিতে বিষাক্ত গ্যাসে নিহত ১ : অসুস্থ ৯

 

স্টাফ রিপোর্টার: বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলা বীরকেদার ইউনিয়নের বাবলাতলা নামক বাসস্ট্যান্ডের পাশে  এবি সিরামিক ফ্যাক্টরিতে কোল গ্যাস প্লান্ট রক্ষণাবেক্ষণের কাজ  করার সময় বিষাক্ত গ্যাসে আলিম (২৬) নামে এক অপারেটর মারা যান। ওই গ্যাসে আক্রান্ত হয়ে সিলিন্ডারের ওপর থেকে নিচে পড়ে দম বন্ধ হয়ে আরও ৯ শ্রমিক আহত ও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের মার্চ মাস থেকে এবি সিরামিক ফ্যাক্টরিতে টাইলস্ উৎপাদন হতো। সম্প্রতি ফ্যাক্টরির উৎপাদন বন্ধ রেখে এর অভ্যন্তরে কোল গ্যাস প্লান্ট রক্ষণাবেক্ষণের কাজ চলছিলো। ঘটনার দিন দুপুরে অপারেটর আলিম প্রায় ৩০ ফুট উচ্চতার প্লান্টের ওপরে উঠে কাজর করার সময় যেকোনো পাইপ লাইন থেকে কয়লার বিষাক্ত গ্যাস বের হয়। আলিম গ্যাসে আক্রান্ত হয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়েন। এ সময় ৯ জন শ্রমিক সিলিন্ডারের ওপড়ে উঠে উদ্ধার করতে গেলে গ্যাসের তীব্রতায় দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে নিচে পড়ে যান এবং আরও কজন অসুস্থ হয়ে পড়ে। এদের  মধ্যে আলিমকে প্রথমে বগুড়া মেডিকেল হাসপাতাল এবং পরে তাকে ঢাকায় স্থানান্তরের সময় পথে তিনি মারা যান। আলিমের মৃত্যুর সংবাদ ফ্যাক্টরির পরিচালক মোস্তাক নিশ্চিত করেছেন। তবে  তার ঠিকানা জানাতে পারেননি। এ ঘটনায় কাহালু থানার ওসি সমিত কুমার কুণ্ডু ফ্যাক্টরি পরিদর্শন করেন এবং আলিমের মৃত্যুর সংবাদ শুনেছেন বলে জানান।