কালীগঞ্জ প্রতিনিধি: শিল্পমন্ত্রীর উদ্বোধনের এক ঘণ্টা পর কর্তব্যে অবহেলা ও অদক্ষতার কারণে বন্ধ হয়ে গেলো কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের আখমাড়াই। যার ফলে মিলগেটে রোদে পুড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার আখ। লোকসান হয়েছে ৫০ লাখ টাকা। গতকাল সকাল থেকে মিল কর্তৃপক্ষ কৃষকদের আখ সরবরাহ না করার জন্য শহরে মাইকিং করে অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধ ঘোষণা করেছে।
মোবারকগঞ্জ চিনিকলের এমডি দেলোয়ার হোসেন জানান, উদ্বোধনের এক ঘণ্টা পরে টারবাইনের (মিলহাউজ) যান্ত্রিক ত্রুটির কারণে ও আখমাড়াইয়ের একটি রোলার ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে যায়। এদিকে দক্ষ শ্রমিক না থাকায় ২৪ ঘণ্টা পরও মিলটি সচল করতে পারেনি মোচিক কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ২০১৪-১৫ আখমাড়াই মরসুম উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।