বাল্যবিয়ে দাস প্রথার চেয়েও ভয়াবহ

চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়ন পরিষদে মতবিনিময়কালে ইউএনও কেএম মামুন উজ্জামান

 

নজরুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ হলরুমে বাল্যবিয়ে প্রতিরোধ, মানসম্মত শিক্ষা, মাদক প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা, ইভটিজিং, কৃষি, স্বাস্থ্য, ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়, ব্যবসায়ী কর আদায় সম্পর্কিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিয়কালে প্রধান অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান। তিনি বলেন, বাল্যবিয়ে দাস প্রথার চেয়ে ভয়াবহ। দাস প্রথায় স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে চিতায় পুড়তে হতো। তা ছিলো একদিনের কষ্ট। কিন্তু বাল্যবিয়ে আবেগের বসিভূত হয়ে বিয়ে দেয়ার কিছু দিনের মাথায় যে চিতার আগুন জ্বলা শুরু হয় তা বেঁচে থাকা পর্যন্ত দুটি পরিবারের মধ্যে জ্বলতে থাকে তুষের আগুনের মতো। দুটি শিশু জ্বলার পাশাপাশি জ্বলতে হয় অনেককেই। বাল্যবিয়ে প্রতিরোধ ও সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে হলে সন্তানদের নানাবিধ শিক্ষাগ্রহণ করার মধ্যদিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

গতকাল শনিবার সকাল ১১টায় তিতুদহ ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আকতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু ও উপজেলা সমন্বয়কারী আবু হাসনাত শাহরিয়ার। ইউপি সচিব ফয়জুর রহমানের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- খবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নুরুল ইসলাম, গিয়াস উদ্দিন, হাবিবুর রহমান কাজল, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, হুমায়ুন কবির, আব্দুর রশিদ, শাদ আহম্মেদ প্রমুখ।