স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বিশ্বকাপের প্রাথমিক দলে নেই অফস্পিনার সোহাগ গাজী। এছাড়া দলে নেই অভিজ্ঞ পেস অলরাউন্ডার ফরহাদ রেজা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপের জন্য রোববার ৩০ সদস্যের এ প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ সোহাগের।
প্রাথমিক দল সম্পর্কে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, সুযোগ পাওয়া খেলোয়াড়দের বেশিরভাগই গত ছয়/সাত মাস ধরে জাতীয় দলের আশেপাশে ছিলো। দলে তরুণ ও অভিজ্ঞতার সমন্বয় চোখে পড়ার মতো। প্রধান নির্বাচক মনে করেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশসহ উপমহাদেশের সব দেশের জন্যই একটি চ্যালেঞ্জ হবে। আমরা সেই কন্ডিশন এখানে তৈরি করতে পারবো না। তাই যারা প্রতিযোগিতায় ভালো করেছে তাদেরই আমরা নির্বাচন করেছি। জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের খেলা বাংলাদেশের সব খেলোয়াড় আছে প্রাথমিক দলে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজে না খেললেও বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক, শামসুর রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, শুভাগত হোম চৌধুরী, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, নাঈম ইসলাম রয়েছেন প্রাথমিক দলে। এছাড়া কোনো ওয়ানডে না খেলা মার্শাল আইয়ুব, মুক্তার আলীও রয়েছেন বিশ্বকাপের প্রাথমিক দলে। প্রাথমিক দলে প্রথমবারের মতো এসেছেন লিটন কুমার দাস। এছাড়া দলে ডাক পেয়েছেন মোহাম্মদ শহীদ। ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ হবে বিশ্বকাপের একাদশ আসর। ‘এ’ গ্রুপে বাংলাদেশের ছয় সঙ্গী হলো, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও স্কটল্যান্ড।
বাংলাদেশের প্রাথমিক দল: মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মার্শাল আইয়ুব, এনামুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাস, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, মুমিনুল হক, শামসুর রহমান, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আবুল হাসান, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নাঈম ইসলাম, জুবায়ের হোসেন, মোহাম্মদ শহীদ।