টিপ্পনী

খবর:(আলমডাঙ্গার ভুয়া চোখ-কান বিশেষজ্ঞ রফিকুলের ৬ মাস কারাদণ্ড)

ডাক্তার ভুয়া তার
পয়সার ঝোঁক,
ভালো করে নাক কান
ভালো করে চোখ।

নামী দামি ভাব নিয়ে
কারো কাটে নাক,
এইভাবে মাসে মাসে
আয় করে লাখ।

সেই দিন সব কথা
হয়ে যায় ফাঁস,
লাল ঘরে যায় বেটা
নিয়ে মোটা বাঁশ!

-আহাদ আলী মোল্লা