গাংনী প্রতিনিধি: আধা কেজি গাঁজাসহ কালু মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর গাংনী উপাজেলার সীমান্তবর্তী সহড়াতলা গ্রামে এ গ্রেফতার অভিযান চালায় ডিবি পুলিশ। সে সহড়াতলা গ্রামের নইমুদ্দীনের ছেলে এবং এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী বলে জানায় ডিবি।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আক্তারুজ্জামান জানান, ডিবির এসআই ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ক্রেতা সেজে সহড়াতলা গ্রামে অবস্থান করছিলেন। এ সময় গাঁজা বিক্রির লক্ষ্যে কালু মণ্ডল তাদের কাছে পৌঁছায়। ডিবি সদস্যরা তাকে আধা কেজি গাঁজাসহ গ্রেফতার করে গাংনী থানায় নিয়ে আসেন। রাতেই কালুর নামে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। আজ তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হবে বলে ডিবি সূত্রে জানা গেছে।