খবর:(হাসপাতালে মৃত ঘোষণার ৩ ঘণ্টা পর নড়ে উঠলো লাশ)
ভূত নেমেছে এক্কেবারে
হাসপাতালের ঘাড়ে,
সকাল-বিকেল ওরা এখন
বগছে কি বিগাড়ে?
তাজা মানুষ মরা বানায়
মরা মানুষ তাজা,
যায় না বোঝা মনে মনে
খায় নাকি কেউ গাঁজা।
নইলে এমন বেখাপ্পা সব
কম্ম কেন হয়,
অল্প সাধে দাদা কী আর
ফাজিল কথা কয়!