গাংনী প্রতিনিধি: টান টান উত্তেজনাপূর্ণ খেলার মধ্যদিয়ে মেহেরপুর গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় টাইব্রেকারে ৫-৩ গোলে আমতৈল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভোমরদহ একাদশ। গতকাল শুক্রবার বিকেলে বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা দেখতে ভিড় করেছিলেন এলাকার কয়েক হাজার দর্শক।
শুরুতেই উভয় দল আক্রমণাত্মক খেলে গোল আদায়ের চেষ্টা করে। কখনো বাম প্রান্ত আবার কখনো ডান প্রান্ত দিয়ে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যদিয়ে খেলা গড়ায় দ্বিতীয়ার্ধে। কিন্তু গোল আদায় করতে ব্যর্থ হন ভোমরদহ ও আমতৈল একাদশের স্টাইকাররা। নির্ধারিত সময় গোল শূন্য ড্র হলে অতিরিক্ত সময়ের খেলা শুরু হয়। কিন্তু উভয় দলের গোল কিপারদের দক্ষতায় গোল শূণ্যভাবে অতিরিক্ত সময় শেষ হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলের জয় চ্যাম্পিয়ন দল।
এদিকে খেলোয়াড়দের উৎসাহ দিতে উভয় দলের সমর্থকরা ছিলেন সরব। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের বিপুল সংখ্যক সমর্থক মাঠে নেমে আনন্দ উল্লাস প্রকাশ করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের ম্যানেজার তৌফিক আলামিনের হাতে ট্রফি হিসেবে একটি গরু তুলে দেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর হাত থেকে রানারআপ ট্রফি হিসেবে একটি ছাগল বুঝে নেন আমতৈল একাদশের ম্যানেজার কামরুল ইসলাম। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ চ্যাম্পিয়ন দলের গোল কিপার ফারুক খান ও ম্যান অব দ্য টুর্নামেন্ট টুটুলকে ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন চিৎলা পাট বীজ খামারের যুগ্মপরিচালক আলমগীর মিঞা, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম, সাবেক ক্রীড়া শিক্ষক আশরাফুল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবের সভাপতি আশিকুর রহমান আকাশ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুজ্জামান সিপু, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহসভাপতি জিয়াউল হক। উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
খেলার সার্বিক পরিচালনায় ছিলেন ইনামুল হক ও সাইফুল ইসলাম। মিতালী ক্লাব ও বাঁশবাড়ীয়া গ্রামবাসীর উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানের স্বনাধন্য খেলোয়াড়দের অংশ গ্রহণের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।