দিলীপ কুমারের হাতে শুভ সকালের সম্মাননা ক্রেস্ট

ব্রাদার্স স্পোটিং ক্লাবের সহসভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টার: একজন সফল ব্যবসায়ীর নাম দিলীপ কুমার। ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফ স্টাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি চুয়াডাঙ্গার কৃতী সন্তান। ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ক্রীড়া জগতে অবদান রেখে চলেছেন। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অন্যতম পৃষ্ঠপোষক তিনি। সম্প্রতি তিনি ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের সহসভাপতি নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গার শুভ সকাল স্পোর্টিং ক্লাব তাকে সংবর্ধিত করেছে।

গত ৩ ডিসেম্বর বিকেলে আনুষ্ঠানিকভাবে সানডিয়ানে সংবর্ধনার আয়োজন করা হলে অনিবার্য কারণবশত তা স্থগিত করা হলেও পান্না সিনেমা হল লিমিটেড প্রাঙ্গণে দিলীপ কুমারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। ক্রেস্ট তুলে দেন শুভ সকাল স্পোর্টিং ক্লাবের সভাপতি অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, সহসভাপতি তানজিলুর রহমান শিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ, কোষাধ্যক্ষ রাজু আহমেদ সুমন, ক্লাবের অধিনায়ক মিলন বিশ্বাস প্রমুখ। শুভ সকাল স্পোর্টিং ক্লাব ব্রার্দাস স্পোটিং ক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় ডায়মন্ড ওয়ার্ল্ডের অন্যতম পরিচালক চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের কৃতীসন্তান রিপনুল হাসান রিপনকেও সংবর্ধিত করে।

সম্মাননা ক্রেস্ট প্রদানের সময় উপস্থিত ছিলেন- দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক প্রেসক্লাব সেক্রেটারি সরদার আল আমিন, ইতালির ভ্যানিসে বাংলাদেশ কমিউনিটির সাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গা ফার্মপাড়ার কৃতীসন্তান আলমগীর হোসেন, বিশিষ্ট ঠিকাদার ডিটি কনস্ট্রাকশনের অন্যতম স্বত্বাধিকারী ওয়ায়েচ কুরুনী টিটো, বিশিষ্ট ব্যবসায়ী টিউমল জোয়ার্দ্দার, কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সভাপতি সুকলাল, বিশিষ্ট ব্যবসায়ী শম্ভু কুমার প্রমুখ। সম্মাননা ক্রেস্ট গ্রহণকালে দিলীপ কুমার চুয়াডাঙ্গার শুভ সকাল স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাসহ সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এলাকার ক্রীড়াঙ্গনকে সচল করার আহ্বান জানিয়ে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।