দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশি ৪ যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে ফেরত দিয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৬ নম্বর মেন পিলারের কাছে পতাকা বৈঠক শেষে ওই ৪ রাখাল বালককে ফেরত দেয়া হয়।
বিজিবি জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চাকুলিয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে ইয়ামিন (১৯), একই গ্রামের মহিমের ছেলে মিলন (১৮) এবং সুবলপুর গ্রামের বারেকের দু ছেলে বাবুল (১৮) ও রহিম (২৩) ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের নদীয়া জেলার মালোয়াপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদেরকে ধাওয়া করে সীমান্তবর্তী শিমুলিয়া মাঠ থেকে আটক করে। খবর পেয়ে রাত ৯টার দিকে ঠাকুরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শহীদ সরোয়ার তাদেরকে ফেরত চেয়ে মালোপাড়া বিএসএফ ক্যাম্পে চিঠি দেয়। রাত সাড়ে ১১টার দিকে সীমান্তের ৮৬ নম্বর মেন পিলারের কাছে পতাকা বৈঠক শেষে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে ফেরত দেয়। রাত দেড়টার দিকে ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার ওয়াজেদ আলী বাদী হয়ে ওই ৪ রাখাল বালকের নামে পাসপোর্ট আইনে মামলা দিয়ে দামুড়হুদা থানায় সোপর্দ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার এসআই আবু জাহের ভূঁইয়া জানান, গতকাল শুক্রবার সকালে ওই ৪ রাখাল বালককে আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের সকলকেই জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজিবি-৬ ব্যাটালিয়নের অধীনস্থ ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেন পিলার ৮৮’র নিকট শূন্য লাইন বরাবর হুদাপাড়া নামক স্থানে বাংলাদেশি ৪ নাগরিক ভারতে অবৈধভাবে প্রবেশ করে। ভারতের লোকজন ধরে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মালুয়াপাড়া ক্যাম্পে হস্তান্তর করে। একই দিন রাত ১১টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির ঠাকুরপুর কোম্পানি কমান্ডারের নিকট ৪ বাংলাদেশিকে হস্তান্তর করে। বিএসএফ জানায়, তারা মাদক পাচারের উদ্দেশে এবং অবৈধ কার্যক্রম পরিচালনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলো।