সকলের সহযোগিতায় সমাজকে অপরাধমুক্ত করা সম্ভব
বখতিয়ার হোসেন বকুল: আপনার যে ছেলেটি ক্লাস সিক্স-সেভেনেও খুব মেধাবী ছাত্র ছিলো। নিয়মিত পড়ালেখা করতো। সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকতো না। অথচ সেই ছেলেটিই আজ বখে গেছে। রাত করে বাড়ি ফেরে। কিন্তু কেন? খেয়াল করলে দেখা যাবে মাদকের কালো থাবা তাকে ঘিরে ফেলেছে। প্রথমে আপনাকেই খেয়াল রাখতে হবে সে বর্তমানে কাদের সাথে মেশে। সন্ধ্যার পর কোথায় কোথায় আড্ডা দেয়। কারণ মাদকমুক্ত সমাজ গঠন আপনার একার পক্ষে সম্ভব না। আপনার নিজের স্বার্থেই ওই সমস্ত তথ্যগুলো আপনি কমিউনিটি পুলিশিং ফোরামের কাছে দেন। এ কমিউনিটি পুলিশিং ফোরামই মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখবে। আর সমাজকে অপরাধমুক্ত করতে আপনারা ব্যক্তি স্বার্থকে ঊর্ধ্বে রেখে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। পুলিশ আপনার পাশেই আছে। উপজেলার প্রতিটি পুলিশ ক্যাম্পে একটি সরকারি মোবাইলফোন নম্বর আছে যা ২৪ ঘণ্টা খোলা থাকে। থানায় একটি সরকারি নম্বর আছে। ডিউটি অফিসারের কাছে সেটিও ২৪ ঘণ্টা খোলা থাকে। আপনারা ওই মোবাইলফোন নম্বরগুলো নেবেন এবং যেকোনো সময় তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন। থানার ওসি, এএসপি সার্কেলকে জানাবেন। প্রয়োজনে আমাকেও ফোন দেবেন। আপনাদের সহায়তা পেলে সমাজকে অপরাধমুক্ত করা সম্ভব। জনগণের স্বার্থেই এ কমিউনিটি পুলিশিং কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে। এ কমিটির নেতৃবৃন্দকে সক্রিয়করণের মধ্যদিয়ে আগামীতে এ কার্যক্রম আরো জোরদার করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা মডেল থানার আয়োজনে থানা চত্বরে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান উপরোক্ত কথা বলেন।
পুলিশই জনতা, জনতাই পুলিশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এএসপি (সার্কেল) মো. কামরুজ্জামনের সঞ্চালনায় দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, দামুড়হুদা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। সমাবেশে আরো বক্তব্য রাখেন হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি দীন মোহাম্মদ, দর্শনা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক হানিফ মণ্ডল, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী ও দামুড়হুদা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেম। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইকরামুল হক পিপুল, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রেজাউল ইসলাম, আ.লীগ নেতা মোখলেছুর রহমান, ইয়াছনবী, রবিউল হোসেন শুকলাল, সিরাজুল ইসলাম মেম্বার প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) ফকির আজিজুর রহমান ও সেকেন্ড অফিসার এসআই বাবলুর রহমান।