ড্রাইভার-ছাত্র ও মহিলাসহ আহত ১২ যাত্রী

কুয়াশার কারণে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ

 

আলমডাঙ্গা ব্যুরো: কুয়াশার কারণে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের নওদাপাড়া ব্রিজের নিকটে দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার, ছাত্র ও মহিলাযাত্রীসহ ১০/১২ জন আহত হয়েছেন। দুমড়েমুচড়ে গেছে নিউ মামুন পরিবহন নামক যাত্রীবাহী একটি বাসটি।

জানা গেছে, গতকাল ভোরে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের আলমডাঙ্গার নওদাপাড়া ব্রিজের নিকট কুয়াশার কারণে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা নিউ মামুন নামক যাত্রীবাহী বাস (খুলনা-ব-১১০২) ও কুষ্টিয়া অভিমুখি বিআরবি কোম্পানির এমআরএস কাভার্ড ভ্যানের (কুষ্টিয়া-উ-১১-০০২৯) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মামুন পরিবহনের ড্রাইভার, যাত্রী মাধবপুরের লায়েব মোল্লার কলেজ পড়ুয়া ছেলে উসমান আলীসহ ১০/১২ জন আহত হয়েছেন। আহতদের অনেকেই আলমডাঙ্গা শহরের ইউনাইটেড হাসপাতাল ও একটি ক্লিনিকে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানা গেছে।

Leave a comment