কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ১০

 

মাথাভাঙ্গা মনিটর: কলম্বিয়ার কেন্দ্রস্থলে গত বুধবার একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হলে পাঁচ শিশুসহ ১০ জন নিহত হয়। কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়। কলম্বিয়ার বিমান কর্তৃপক্ষের ডেপুটি ডাইরেক্টর কর্নেল কার্লোস রোসে বলেন, পাইলটকে মারিকুয়েতা বিমান বন্দরে জরুরি অবতরণের কথা বলা হলেও বিমানটি এতো দূর পৌঁছাতে পারেনি। তিনি বলেন, দুর্ভাগ্যবশত বিমানবন্দর থেকে আট মাইল দূরে  বিমানটি বিধ্বস্ত হয়। এতে দু পাইলটসহ ৮ যাত্রী নিহত হন। নিহত আট যাত্রীর মধ্যে পাঁচজনই শিশু। তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে রয়েছেন। এছাড়া উদ্ধারকারীরা লাশগুলো উদ্ধার করেছে।

Leave a comment