মাথাভাঙ্গা মনিটর: সান্ডারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করার পর সার্জিও আগুয়েরোকে প্রশংসায় ভাসিয়েছেন মানুয়েল পেল্লেগ্রিনি। আর্জেন্টিনার এ ফরোয়ার্ডকে এই মুহূর্তে বিশ্বের সেরা পাঁচ খেলোয়াড়ের একজনের মধ্যেই রাখছেন ম্যানচেস্টার সিটির কোচ। গত বুধবার সান্ডারল্যান্ডের মাঠে পিছিয়ে পড়েও ৪-১ গোলের জয় নিয়ে ফেরে সিটি। দলকে সমতায় ফেরানো গোলটি করেন আগুয়েরো। এরপর আরো একটি গোল করেন তিনি। সান্ডারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় গোলটি ছিল লিগে এ মরসুমে আগুয়েরোর ১৪তম গোল। ম্যাচ শেষে দলের অন্যতম সেরা খেলোয়াড়কে নিয়ে উচ্ছ্বসিত পেল্লেগ্রিনি। আমি মনে করি, সে বিশ্বের সেরা ৫ খেলোয়াড়ের একজন। সে গোল করছে, আবার ভালোও খেলছে। লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো আর নেইমারদেরই এই মুহূর্তে বিশ্বের অন্যতম তিন সেরা খেলোয়াড় ভাবেন অনেকে। ভবিষ্যতে আগুয়েরোও আরো ভালো কিছু করবেন বলেই বিশ্বাস করেন পেল্লেগ্রিনি। ওর বয়স কেবল ২৬ বছর এবং প্রতিদিনই ও উন্নতি করতে পারে।