চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের বদরগঞ্জ আখ সেন্টারের অদূরে মিনিট্রাকের ধাক্কা
বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের বদরগঞ্জ আখ সেন্টারের নিকট বৃদ্ধ আইতুল বারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৭টার দিকে একটি মিনিট্রাক তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে ভর্তি করা হলে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জান গেছে, চুয়াডাঙ্গার দশমী আখ সেন্টারের একটি পরিত্যক্ত ঘরে দীর্ঘদিন ধরে বৃদ্ধ আইতুল বারী বসবাস করে আসছেন। গতকাল সকালে বদরগঞ্জ বাজারে আসার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার দু পা গুঁড়িয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
পারিবারিক সূত্র জানায়, আইতুল বারী ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত ফকির চাঁদ মণ্ডলের ছেলে। তিনি দর্শনা কেরুজ চিনিকলে নাইটগার্ড হিসেবে চাকরি করতেন। চাকরি থেকে অবসরে যাওয়ার পর তিনি তার স্ত্রী-সন্তান নিয়ে বদরগঞ্জ এলাকায় চলে যান। অসরকালীন পাওয়া অর্থ দিয়ে আলিয়ারপুর গ্রামে জমি কিনে বাড়ি করলেও সংসারের অভারের কারণে জমি বিক্রি করে ফেলেন। পরে আখ সেন্টারের একটি ঘরে বসবাস শুরু করেন। তার লাশ দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে ময়নাতদন্ত শেষে বদরগঞ্জের দশমী গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।