জামজামি ইউপির ৩ নং ওয়ার্ড মেম্বারকে নিয়ে তুমুল সমালোচনা!

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীন তুমুল সমালোচনার মধ্যে পড়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি ইউনিয়ন পরিষদের একটি কক্ষে পরিষদের নিকটস্থ বাসিন্দা পর স্ত্রী ৪ সন্তানের জননীকে নিয়ে অবস্থান করাকালে স্বামী ওহাবের ধাওয়ার শিকার হন। এ খবর ছড়িয়ে পড়লে জামজামি বাজারসহ পার্শ্ববর্তী এলাকায় সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয়রা জানিয়েছেন, জামজামি বাজারের অদূরেই ইউনিয়ন পরিষদ। তিন ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীন পরিষদের একটি কক্ষে ছিলেন। ইউনিয়ন পরিষদের পাশেই বসবাস করেন ওহাব। ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ঘরে বসবাস করে ওহাবের মেয়ে-জামাই। সন্ধ্যায় স্ত্রীকে বাড়ি না পেয়ে খুঁজতে শুরু করে। মেয়ে বাড়ি থেকে মাছ নিয়ে কোথায় গেলো? খুঁজতেই চোখ যায় ইউনিয়ন পরিষদের কক্ষে। টেনেহেঁচড়ে স্ত্রীকে ওহাব বাড়ি নিয়ে রাখে। বাড়ি থেকে ইউনিয়ন পরিষদে গেলে মেম্বারের সাথে ঘোষাঘুষি হয়। এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও মেম্বার নাসির উদ্দীন গতরাতে মোবাইলফোনে বলেছেন, আমি ওয়ার্ড বিএনপির সভাপতি। এ কারণে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।

Leave a comment