ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সম্মেলনে সাবেক মন্ত্রী দিপু মনি
ঝিনাইদহ প্রতিনিধি: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্রলীগ নেতাদের সঠিক পথে চলতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পররাষ্টমন্ত্রী ডা. দিপু মনি এমপি। তিনি বলেছেন, বহিরাগত যারা ছাত্রলীগের কেউ নয়, ছাত্রলীগের নামধারী তারাও যেন আপনাদের ভেতর ঢুকে কোনো ধরনের অপকর্ম করতে না পারে। কারণ আপনাদের সম্মানের সাথে এ বাংলাদেশের সম্মান জড়িত। আপনাদের দিকেই জাতি তাকিয়ে থাকে। আপনারাই জাতির ভবিষ্যত। অগণতান্ত্রিক যতো অপশক্তি আছে তাদেরকে রুখে দিতে আপনাদের মেধাকে কাজে লাগান। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্ব এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি, সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান, সহসভাপতি শফিকুল ইসলাম অপু, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, জেলা পরিষদ প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, আহসান হাবিব রানা, জেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা মিথুন।
বক্তারা বলেন- বাংলাদেশ ছাত্রলীগ ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিলো। স্বৈরাচার সরকার উৎখাত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সব অন্যায়ের প্রতিবাদে ছাত্রলীগ ভূমিকা রেখে চলেছে। আগামী দিনেও বাংলাদেশ ছাত্রলীগ সুশিক্ষত হয়ে দেশ গঠনে বিশেষ ভূমিকা রাখবে।
সম্মেলনে জেলার ৬টি উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। সম্মেলন উপলক্ষে সকাল থেকে দফায় দফায় শহরে মিছিল করেন পদপ্রার্থী নেতাকর্মীরা। সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশন শেষে রাতে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।