টিপ্পনী

খবর:(মুজিবনগর সীমান্তে বাংলাদেশি জেলেকে পেটালো বিএসএফ)

পেটাও পেটাও খায়েশ মেটাও
দাদা তোমার শক্ত হাতে,
মাঝে মাঝে দেখি আবার
রাঙা রাঙা রক্ত হাতে।

শাসাও শাসাও যতোই ফাঁসাও
পেটে তোমার চবর আছে,
আমরা যদি ক্ষেঁপি দাদা
শেষে কিন্তু খবর আছে।

হাঁটাও খাটাও মাথা ফাটাও
সুযোগ যদি আসে আবার
সেদিন ঠিকই সটকে যাবো
তখন পাশে পাবে আবার?
-আহাদ আলী মোল্লা

Leave a comment