গাংনী প্রতিনিধি: হাজতমুক্ত হলেন মেহেরপুর গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। হরতাল-অবরোধের ঘটনার কয়েকটি মামলায় দেড় মাস হাজতবাসের পর বুধবার তিনি জামিন পান।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে হরতাল-অবরোধের সময় কয়েকটি ঘটনায় গাংনী থানা পুলিশ বেশ কয়েকটি মামলা দায়ের করে। তিনটি মামলার আসামি হিসেবে উচ্চাদালত থেকে কিছু দিনের জামিন পান। জামিনের মেয়াদ শেষে গত ১২ অক্টোবর মেহেরপুর আদালতে হাজির হন আসাদুজ্জামান বাবলু। বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরই মাঝে গাংনী থানা পুলিশ তাকে আরো দুটি মামলায় গ্রেফতার দেখায়। সবগুলো মামলায় ২৭ নভেম্বর মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে তিনি হাজতমুক্ত হন। মুক্তির পর তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপি নেতাকর্মীরা। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন আসাদুজ্জামান বাবলু।