স্টাফ রিপোর্টার: এবার দৈনিক বর্তমানও বন্ধ হয়ে গেলো। কোনো আগাম নোটিশ ছাড়াই গতকাল সোমবার থেকে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য দৈনিক বর্তমান বন্ধ ঘোষণা করেছে। পত্রিকাটি গত রোববারও যথারীতি প্রকাশিত হয়েছে। রাজধানীর সানমুন টাউয়ারে গতকাল সোমবার সকালে অফিসে প্রবেশ করতে গিয়ে সংবাদকর্মীরা দেখতে পান পত্রিকা বন্ধের নোটিশ টানানো। লিফটের দরজার পাশে স্বাক্ষরবিহীন একটি কাগজে হাতে লেখা দৈনিক বর্তমান পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আদেশক্রমে কর্তৃপক্ষ। ১৭ তলায় পত্রিকার অফিস ছিলো তালাবদ্ধ। পত্রিকাটির একজন সংবাদকর্মী জানান, আগাম কিছু না জানিয়ে রাতের আঁধারে মালিকপক্ষ পত্রিকা বন্ধ করে আমাদের সাথে প্রতারণা করেছেন। তিন মাসের বেতন বকেয়া আছে। তিনি জানান, পত্রিকার ডেপুটি এডিটর দুলাল আহমদ চৌধুরী গত রোববার সন্ধ্যায় অফিস ত্যাগ করার আগে শারীরিক অসুস্থতার কথা বলে সকলের কাছ থেকে বিদায় নিয়ে রাতেই মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এরপর গতকাল সোমবার সকালে পত্রিকাটি বন্ধের ঘোষণা দেখে সবাই হতাশ হন। উল্লেখ্য. দৈনিক বর্তমানে মালিক মিজানুর রহমান বর্তমানে দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন। মালিক জেলে থাকায় আর্থিক সঙ্কটের কারণে পত্রিকাটি বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত শনিবার দৈনিক অর্থনীতি প্রতিদিন বন্ধ ঘোষণা করা হয়।