খবর:(আলমডাঙ্গার খাসকররায় দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম চরমে)
দাদন ছাড়েন ধর্ম চাচা
কর্ম খুবই বেজায় তার,
কাছে ডেকে পকেট কাটেন
পাশ দিয়ে খুব যে যায় তার।
বগোলে তার সুদের ঘটি
হাতে নিয়ে তেলের মটি
নেন জমিয়ে খাতির তিনি,
লোকের ভিটেয় ঘুঘু চরান
জনকও লাল বাতির তিনি।
টাকার ওপর টাকা ধরেন
কিন্তু ঘোচান অভাব,
নিজের টাকা পরকে দিয়ে
দ্বিগুণ নেয়ার স্বভাব!
Ñআহাদ আলী মোল্লা