ভাবনায় শুধু ‘৫-০’

স্টাফ রিপোর্টার: সিরিজের শুরুতে ৫-০ ব্যবধানে জয়ের কথা মাথায় আনতে চায়নি বাংলাদেশ। টানা চার ম্যাচ জয়ের পর সেটাই এখন খুব কাছের লক্ষ্য। পঞ্চম ওয়ানডেতে জিতে এ সংস্করণেও সিরিজের সব ম্যাচ জয়ের কৃতিত্ব দেখাতে চায় বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, এতো দূর আসার পর তাদের ভাবনায় কেবল ৫-০। অবশ্যই এটা (৪-১) চিন্তা করছি না। চারটা ম্যাচ জেতার পর সব খেলোয়াড়ই আত্মবিশ্বাসী। ক্রিকেটে এটা (হার) হতেই পারে। কিন্তু আমাদের জেতার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। ম্যাচটা জেতার জন্য যতদূর ভালো খেলা সম্ভব সেটা খেলতে হবে। সিরিজের শুরু থেকে একটি করে ম্যাচ এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন মাশরাফি।
দু সিরিজেই তার জায়গায় দলকে নেতৃত্ব দেন সাকিব আল হাসান। এবার সিরিজে সব ম্যাচ জেতায় নেতৃত্ব দেয়ার সুযোগ এসেছে মাশরাফির সামনে। এর আগে যা করতে পারিনি, এখন তা করে আলাদা শান্তি পাবো; বিষয়টা আসলে এমন না। ভালো লাগবে এ কারণে যে, এ বছরে অনেকগুলো জেতা ম্যাচ হেরেছি। সেগুলো না হারলে হয়তো এতো সমস্যা তৈরি হতো না।

Leave a comment