স্ত্রীর রাজকীয় খেতাব কেড়ে নেয়ার আদেশ থাই রাজকুমারের

মাথাভাঙ্গা মনিটর: তৃতীয় স্ত্রী ও তার পরিবারের রাজকীয় খেতাব ব্যবহারের অধিকার কেড়ে নিতে সরকারকে আদেশ দিয়েছেন থাইল্যান্ডের রাজপুত্র ভাজিরালংকর্ন। দুর্নীতির অভিযোগে স্ত্রীর ঘনিষ্ঠ সাত আত্মীয় গ্রেফতার হওয়ার পর থাই রাজপুত্র এ আদেশ দেন বলে শনিবার জানিয়েছে। ২০০১ সালে ভাজিরালংকর্নের ও তৃতীয় স্ত্রী রাজকুমারি শ্রিরাসমি আক্রাপংপ্রিচার বিয়ে হয়। রাজপুত্রের এ সিদ্ধান্ত রাজকীয় এ দম্পতির বিয়ে বিচ্ছেদের প্রথম পদক্ষেপ বলে থাইল্যান্ডজুড়ে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। দুজনে একসঙ্গে রাষ্ট্রিয় অনুষ্ঠানগুলোতে হাজির হওয়া অব্যাহত রাখলেও তারা আলাদাভাবে বসবাস করছেন বলে জানা গেছে। রাজকুমারি শ্রিরাসমি’র পরিবারের সদস্যদের গ্রেফতার ও চাকরি থেকে বরখাস্তের ঘটনা গত দশদিন ধরে থাইল্যান্ডের গণমাধ্যমগুলোতে ব্যাপক প্রচারণা পেয়েছে। রাজকুমারির চাচাকে, যিনি পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, চোরাচালান ও জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ জমা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার চার চাচাতো ভাইবোন ও আরো দুজন আত্মীয়কেও আটক করা হয়।

Leave a comment