আলমডাঙ্গা পৌর বিএনপির সম্পাদক পিন্টুর বাড়িতে দিনের বেলা হামলা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টুর বাড়িতে গতকাল দিনের বেলা হামলার ঘটনা ঘটেছে। কতিপয় দুর্বৃত্ত তার কলেজপাড়াস্থ বাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। ওই সময় গৃহকত্রীকেও লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করা হয়েছে। পিন্টুর ছেলে আকাশ মোবাইল ছিনতাই ঘটনার প্রতিবাদ করলে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানা যায়।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর বিএনপির সম্পাদক আজিজুর রহমান পিন্টুর কলেজপাড়াস্থ বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। গতকাল সকালে ৭/৮ জন যুবক ৪টি মোটরসাইকেলে এসে পিন্টুর বাড়িতে চড়াও হয়। তারা প্রথমে পিন্টুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছেলে আকাশকে খোঁজ করে। তাকে না পেয়ে তাণ্ডব চালায় বাড়িতে। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, সে সময় পিন্টুর স্ত্রী রাইচ কুকারে ভাত রান্না করছিলেন। হামলাকারীরা ভাত রান্না অবস্থায় রাইচ কুকারটি ভাঙচুর করে। এছাড়া ব্লেন্ডার মেশিন, পানির ফিল্টার ও আসবাবপত্র ভাঙচুর করে।

থানা পুলিশসূত্রে জানা গেছে, ওই দিন সকালে শহরের পুরাতন বাজার মসজিদপাড়ায় কয়েকজন যুবক মিলে এক কিশোরের মোবাইলফোন জোর করে ছিনিয়ে নেয়। ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন পিন্টুর ছেলে আকাশ। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই যুবকেরা এ ঘটনা ঘটিয়েছে।

Leave a comment