চুয়াডাঙ্গার কাজি শামছুল হকের বিরুদ্ধে বয়স প্রতারণার অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ৪ ও ৯ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজির্স্ট্রার কাজি শামছুল হকের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ উঠেছে। কাজি হতে গিয়ে তিনি জন্ম তারিখে প্রতারণার আশ্রয় নিয়েছেন। ১৯৯০ সালে তিনি ১ নং ওয়ার্ডের কাজি ছিলেন। সেসময় তার জন্ম তারিখ ছিলো ১৯ জানুয়ারি ১৯৫৩। তার সকল সনদপত্র জাল মর্মে কাজি আব্বাছি তার বিরুদ্ধে মামলা করেন। ফলে ৯৫ সালে তার কাজির লাইসেন্স বাতিল হয়। পরবর্তীতে তিনি ৪ ও ৯ নং ওয়ার্ডের কাজি হিসেবে নিয়োগ পান। কাজি শামছুল হকের জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ আছে ১৫ অক্টোবর ১৯৭০ সাল। আর স্ত্রী পিয়ারুন নেছার জন্ম ২০ জানুয়ারি ১৯৬৬। ফলে কাজি শামছুল হক স্ত্রীর চেয়ে ৪ বছর ৮ মাস ২৫ দিনের ছোট। আর বড় মেয়ে মুরশিদা আল জান্নাতের জন্ম তারিখ (২০.৮.১৯৮২) অনুযায়ী তিনি মেয়ের চেয়ে ১১ বছর ১০ মাস ৫ দিনের বড়। বিষয়টি হাস্যকর বলে অনেকেই মনে করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে অভিযোগকারীদের দাবি।

Leave a comment