মৌমাছির আক্রমণের শিকার চুয়াডাঙ্গা সমবায় ব্যাংকের সুপারভাইজার আক্কাচ

 

স্টাফ রিপোর্টার: মৌমাছির আক্রমণে গুরুতর আহত হয়েছেন চুয়াডাঙ্গা সমবায় ব্যাংকের সুপার ভাইজার আক্কাচ আলী। গতকাল শনিবার বিকেলে গোকুলখালী-রামনগর সড়কে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে গোকুলখালী যাওয়ার পথে তিনি মৌমাছির আক্রমণের শিকার হন। আক্কাচ আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের মৃত মিরাজ মণ্ডলের ছেলে আক্কাচ আলী (৬৫) চুয়াডাঙ্গা সমবায় ব্যাংকের সুপারভাইজার। তিনি গতকাল বেলা ৩টার দিকে দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় ফিরছিলেন। গোকুলখালীর কাছাকাছি এলে একঝাঁক মৌমাছি তার ওপর আক্রমণ করে। মৌমাছির হুঁলের যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a comment