মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত নেতৃবৃন্দকে বিএনপির সংবর্ধনা

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত নেতৃবৃন্দকে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াছ হোসেন, সাধারণ সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. আসাদুল আযম খোকন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামসহ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এ বিজয় অনুপ্রেরণা জোগাবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান, কৃষকদলের সভাপতি আব্দুর রব মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a comment