হিউজের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ-জিম্বাবুয়ে

স্টাফ রিপোর্টার: বাউন্সারের বিষাক্ত ছোবলে দু দিন মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত পরাস্ত হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজকে। মাত্র ২৫ বছর বয়সেই হিউজের এমন অকাল মৃত্যুতে ভারাক্রান্ত পুরো ক্রিকেট বিশ্ব।
গত মঙ্গলবার ঘরোয়া ক্রিকেটের শেফিল্ড শিল্ড টুর্নামেন্টে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে খেলার সময় প্রতিপক্ষের বোলার সিন অ্যাবটের এক বাউন্সারে মাথায় আঘাত পেয়ে স্থানীয় হাসপাতাল সেন্ট ভিনসেন্টে দ্রুত অস্ত্রোপচার করানো হয় হিউজের। এরপর দু দিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন হিউজ। আর তাতে শোকাহত হয়ে পড়েছে পুরো ক্রিকেট বিশ্ব।

গতকাল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার বসুন্ধরা সিমেন্ট ওডিআই সিরিজের চতুর্থ ম্যাচ শুরুর আগেও তাই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেমে আসে শোকের ছায়া। ম্যাচ শুরুর আগে তাই প্রতিন্দ্বন্দ্বী দু দলের খেলোয়াড়, কর্মকর্তা ও আম্পায়াররা হিউজের আত্মার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য সারিবদ্ধভাবে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকেন। এ সময় উভয় দলের খেলোয়াড়রা মাঠে নামে কালো বাহুবন্ধনী পড়ে।

Leave a comment