আমঝুপিতে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ক্রিকেটের উদ্বোধন করা হয়েছে। আমঝুপি পাবলিক ক্লাবের আয়োজনে ও ফ্রেন্ডস নেটওয়ার্কের সহযোগিতায় আজ শুক্রবার সকাল ১০টার দিকে আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ক্রিকটে মরসুমের উদ্বোধন করেন। টসে জিতে ‘বি’ দল ব্যাট করতে নেমে ৩৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৪ রান করে। দলের পক্ষে সুয়াত সর্ব্বোচ ৮৩ রান করে। এ দলে আতিক ৭ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেয়। জবাবে ২২৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৭ ওভারে ৯ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে হাফিজ সর্ব্বোচ ৫১ রান করে। বি দলের লিটন ৩৩ রান দিয়ে ৩ উইকেট দখল করে । ‘এ’ দলের আতিক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।

Leave a comment