দামুড়হুদার চিৎলা-গোবিন্দহুদা ফুটবল টুর্ণামেন্টে দামুড়হুদা ষ্পোটিং ক্লাব জয়ী

 

দামুড়হুদা অফিসঃ দামুড়হুদা উপজেলার চিৎলা-গোবিন্দহুদা ফুটবল টুর্ণামেন্টের ১ম রাউন্ডের ৭ম খেলায় দামুড়হুদা ষ্পোটিং ক্লাব ২-০ গোলে জয়ী হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় স্থানীয় ঈদগাহ মাঠে খেলায় দামুড়হুদা ষ্পোটিং ক্লাব ও গোল্ডেন ষ্টার, হুদাপাড়া মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। খেলার দ্বিতীয়ার্ধে দামুড়হুদা ষ্পোটিং ক্লাবের পক্ষে আশাদুল ও আবিদ ১টি করে গোল করেন। খেলাটি পরিচালনা করেন আজিজুল হক শীল, সহকারী ছিলেন ইখতিয়ার ও রিজু। ধারাভাষ্যে ছিলেন শামিম খান ও হাতেম আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন লুৎফুর, মহাসিন, রিংকু, হাশেম, রাশেদ, ডাবলু, শাহ্ জাহান। আজকের খেলা সি,জি,এ দর্শনা বনাম বিষ্ণুপুর একাদশ।

Leave a comment