স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার আঈন স্পোর্টস ও তার স্বত্বাধিকারী মিজানুর রহমান মধুকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। মোবাইলফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে জনৈক ব্যক্তি নিজেকে রাজু বলে পরিচয় দিয়ে এ হুমকি দেয়। গতকাল সন্ধ্যায় ও রাত সোয়া ১০টার দিকে দু দফা মধুর মোবাইলফোনে চাঁদা দাবি করে খুনির হুমকি দিয়ে বলা হয়, চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না। বাড়াবাড়ি করলে তোকেও বোমা মেরে উড়িয়ে দেয়া হবে।
জানা গেছে, মিজানুর রহমান মধু ঢাকায় ব্যবসা করলেও আলমডাঙ্গায় তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। আলমডাঙ্গা হাইরোডের পাশে আঈন স্পোর্টস নামের একটি দোকানও রয়েছে তার। গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে ও রাত সোয়া ১০টার দিকে ০১৯৪১৭৬১৭৩৭ নম্বর মোবাইলফোন থেকে মধুর ফোনে কল করে চরমপন্থি নেতা রাজু বলে পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ টাকা দ্রুত প্রদান করা না হলে দোকান ও মধুকে বোমা মেরে উড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়।
এ বিষয়ে মিজানুর রহমান মধুর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আলমডাঙ্গা এলাকায় অনেকের কাছেই চাঁদা দাবি করছে শুনেছি। আমার কাছেও চাঁদা চেয়ে যেভাবে খুনের হুমকি দেয়া হয়েছে তা ভিতিকর। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।