স্টাফ রিপোর্টার: দামুড়হুদার ধান্যঘরায় গতরাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ৯/১০ জনের একদল ডাকাত পাঁচিল টপকে বাড়ির ভেতর ঢুকে গৃহিণীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা ও দু ভরি ওজনের সোনার গয়নাসহ মূল্যবান মালামাল ডাকাতি করে নির্বিঘ্নে পালিয়ে যায়। খবর পেয়ে গতরাতেই ঘটনাস্থল পরিদর্শন করে দামুড়হুদা থানার এসআই জামাল ও তার সঙ্গীয় ফোর্স।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মৃত ইকতার আলীর ছেলে আলমগীর হোসেন তার পরিবারের লোকজনকে সাথে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে কয়েকজন পাঁচিল টপকে বাড়ির ভেতর প্রবেশ করে। বাড়ির লোকজন পুলিশ ভেবে ডাকাতদলের কথা মতো ঘরের দরজা খুলে দেয়। ডাকাতদল বাড়ির গৃহিণী সাজেদা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা, দু ভরি ওজনের সোনার গয়নাসহ আনুমানিক দু লাখ টাকার মালামাল ডাকাতি করে নির্বিঘ্নে সটকে পড়ে। ঘটনার পরপরই খবর পেয়ে দামুড়হুদা থানার টহল দল ঘটনাস্থলে পৌছায়। ডাকাতির বর্ণনা শোনেন।