শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভায় জেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জু
ডিঙ্গেদহ প্রতিনিধি: শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের পরিচিতি সভা গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাবুল হক আশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নবগঠিত কমিটির শপথ বাক্য পাঠ করান আরিফুল আলম রঞ্জু। এ সময় তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য যুবলীগের সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান। শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: রহমান, জেলা যুবলীগ নেতা আ.কাদের, গোলাম মোস্তফা লালা, বুলবুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, পৌর যুবলীগ নেতা আলো। বক্তব্য রাখেন শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সম্পাদক রানা বিশ্বাস, ইউপি সদস্য শওকত আলী।