ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষ এফ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এফ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বলে ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
ইউনিট সমন্বয়কারী সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান জানান, ভর্তি পরীক্ষার ফলাফল ইউনিট কার্যালয়ের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) এ পাওয়া যাবে। তিনি বলেন, এবার এফ ইউনিটে ১শ আসনের বিপরীতে দু হাজার ৫৪৯ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন। এক আসনের বিপরীতে ২৫ জন পরীক্ষার্থী ভর্তি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছে। মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘ফল প্রকাশের পাশাপাশি ইউনিট কার্যালয়ের নোটিশ বোর্ডে মৌখিক সাক্ষাৎকারের স্থান ও সময় উল্লেখ আছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকেও পরীক্ষার্থীর এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে। প্রসঙ্গত বিজ্ঞান অনুষদের অধীন এফ ইউনিটে আসন সংখ্যা ১০০। এফ ইউনিটের অধীনে পঠিত বিষয়গুলো হলো- গণিত ও পরিসংখ্যান।