মৃত্যুর কাছে হেরে গেলেন ফিল হিউজ

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়া জাতীয় দলের ক্রিকেটার ফিল হিউজ মারা গেছেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ম্যাচ চলার সময় বাউন্সারের আঘাতে মাথায় গুরুতর আহত হওয়ার পর থেকেই তিনি কোমায় ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কোমায় থাকা ফিল হিউজের লাইফ সাপোর্ট খুলে ফেলার অনুমতি দেয় তার পরিবার। তাঁর বয়স হয়েছিলো মাত্র ২৫ বছর। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের চিকিৎসক পিটার ব্রুকনার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ পর্যন্ত ২৬টি টেস্ট খেলা ফিল হিউজ মঙ্গলবার বলের আঘাতে আহত হওয়ার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অস্ত্রোপচারও করা হয়। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়ে বলা হয়, আহত হওয়ার পর থেকে গত দুদিনেও তার জ্ঞান ফেরেনি। পরিবারের অনুমতিক্রমে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। মৃত্যুর সময় তার আত্মীয়স্বজন এবং বন্ধুরা পাশে ছিলো। হিউজের মৃত্যুতে ক্রিকেট কমিউনিটি শোক প্রকাশ করেছে।
চিকিৎসকরা হিউজের এ আঘাতকে দ্রুতগতিসম্পন্ন গাড়ি দুর্ঘটনার সাথে তুলনা করেছেন।

Leave a comment