মাথাভাঙ্গা মনিটর: ফুটবল কিংবদন্তি পেলের স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটেছে। এ জন্য তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার পরিবারের সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বৃহস্পতিবার রাতে এ খবর জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থার অবনতি ঘটায় তিনবারের ফুটবল বিশ্বকাপজয়ী এ কিংবদন্তিকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে। তবে এর বেশি কিছু জানায়নি পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষ। মূত্রাশয়ের সংক্রমণে আক্রান্ত পেলেকে গত ২৪ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন আগেই কিডনিতে অস্ত্রোপচার করা হয়েছিলো এ ফুটবল গ্রেটের। কিডনিতে পাথর ধরা পড়ার পর অস্ত্রোপচারের ধকল সামলাতে বিশ্রামেই ছিলেন তিনি। ৭৪ বছর বয়সী এই ব্রাজিলীয় ফুটবলারের স্বাস্থ্যের অবস্থা বেশ কিছু দিন ধরেই ভালো যাচ্ছে না।