মুজিবনগরের পুরন্দরপুরে বাল্যবিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত
মুজিবনগর প্রতিনিধি: বাল্যবিয়ে করতে গিয়ে ফেঁসে গেছেন মফিজুর রহমান নামের এক ব্যবসায়ী। বাল্যবিয়ের আয়োজন করায় অপরাধে কনের পিতা জহির উদ্দীন ও হবু বর মফিজুর রহমানকে এক মাস করে কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল ওই দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পুরন্দরপুর গ্রামের জহির উদ্দীনের মেয়ে দারিয়াপুর গাওছিয়া দাখিলা মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী ঝিমি আক্তারের (১৪) সাথে সদর উপজেলার শালিকা গ্রামের সোমাজুল ইসলামের ছেলে ব্যবসায়ী মফিজুর রহমানের (২৫) বিয়ে ঠিক হয়। গতকাল দুপুরে বরযাত্রীসহ মফিজুল ইসলাম কনের বাড়িতে পৌঁছান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা ঘটনাস্থলে পৌছে বর মফিজুল ও কনের পিতা জহির উদ্দীনকে আটক করেন। পালিয়ে যায় বরযাত্রীরা। ১৯২৯ সনের বাল্যবিয়ে আইনে বর ও কনের পিতাকে দোষী সাব্যস্ত করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের আদেশে দুজনকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে মুজিবনগর থানাসূত্রে জানা গেছে।