আলমডাঙ্গার এনায়েতপুরে যৌতুকের বলি লাইলি : স্বামী সেনা সদস্য শুকুর আটক

স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ : ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের এনায়েতপুরে সেনা সদস্য স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। রাতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পাশের পরিত্যক্ত ঘরে বাঁশের মইয়ের সাথে লাশ ঝুলিয়ে রেখে রাতভর আত্মহত্যার নাটক সাজিয়েছে।

Anik saiful 27.11.2014 (4)

স্থানীয়রা এ মন্তব্য করে বলেছে, সেনা সদস্য শুকুরের বিরুদ্ধে চরিত্র নিয়ে গ্রামবাসীর নানাবিধ অভিযোগ রয়েছে। গৃহবধূর পিতাপক্ষের অভিযোগ, রাতে মোটরসাইকেলের দাবিতে নির্যাতন করা হয়। নির্যাতেনের এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পরিত্যক্ত রুমের ছাদে ওঠা মইয়ের সাথে ওড়না নিয়ে ঝুলিয়ে রাখা হয়। সকালে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তে পাঠিয়েছে। সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ধ্যায় ঘাতক স্বামীকে আটক করে যশোর সেনাবাহিনী ক্যান্টনমেন্টে নেয়া হয়েছে।

জানা গেছে, গত ৪ বছর আগে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের চরপাড়া এনায়েতপুরের আহসানের ছেলে সেনা সদস্য শুকুর আলীর (২৮) সাথে একই উপজেলার কুমারী ইউনিয়নের পারদুর্গাপুর গ্রামের শামসুল জোয়ার্দ্দারের মেয়ে লাইলী সুলতানার (২৩) বিয়ে হয়। বিয়ের যৌতুক হিসেবে দাবি করা মোটরসাইকেল দেয়া হয়। বছর ঘুরতেই তাদের কোলজুড়ে আসে একটি ফুটফুটে কন্যা সন্তান সাদিকা সুলতানা উর্মি (২)। সংসার জীবন ভালোই কাটছিলো তাদের। এরই মাঝে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে শুকুর আলী। গ্রামে চলতে থাকে কানাঘোষা। শুকুরের কারণে মালয়েশিয়ার এক প্রবাসীর স্ত্রী নিজ শরীর কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করলে চরিত্রহীন স্বামীর সংসার করবে না বলে স্বামীর ঘর ছাড়তে চেয়েছিলো লাইলি। গত রোববার কুমিল্লা ২৮ আর্টিলারি সেনা ক্যান্টনমেন্টে কর্মরত সেনা সদস্য শুকুর ছুটিতে বাড়িতে আসে। দুজনার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। গতপরশু রাত ২টার দিকে সেনা সদস্য শুকুর আলী স্ত্রী লাইলিকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির একটি পরিত্যক্ত ঘরের মধ্যে গলায় ওড়না বেঁধে বাড়ির ছাদে ওঠা ময়ের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করতে থাকে। থানা পুলিশের অফিসার ইনচার্জ মনির উদ্দিন মোল্লা, এসআই আনিচ সঙ্গীয় র্ফোস নিয়ে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে পাঠায়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, লাইলির চোখে কালো কালসিটে দাগ ও নির্যাতনের স্পস্ট চিহ্ন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাইলির ঘাতক স্বামী সেনা সদস্য শুকুর আলীকে যশোর সেনা ক্যান্টনমেন্টের একটি টিম আটক করে নিয়ে গেছে। গতকাল আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a comment