টিপ্পনী

 

খবর:(প্রশ্নফাঁসে প্রশ্নবিদ্ধ সব পরীক্ষাই : প্রতিকার মিলছে না)

 

বছর বছর প্রশ্নপত্র ফাঁস করেন

ইয়ে করে বেটারা সব পাস করেন

শিক্ষা জগৎ এক্কেবারে নাশ করেন

মন্ত্রী মশাই ভেজাল লোকের চাষ করেন।

 

বিজি প্রেসে সাহেবরা সব ড্যাশ করেন

প্রশ্ন বেচে নগদ নগদ ক্যাশ করেন

কোমলমতি ছেলে-মেয়ে শ্যাষ করেন

মগজ কেটে ওনারা কম-ব্যাশ করেন।

 

চোর বেটারা কথায় কথায় গাল করেন

দফায় দফায় নকল এবং জাল করেন

হারামিরা তিলকে ভেঙে তাল করেন

বললে তারা ক্ষেঁপে দু চোখ লাল করেন।

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment