চুয়াডাঙ্গা স্টেশনের অদূরে রেললাইনে ফাটল : পথচারীর দক্ষতায় অল্পের জন্য রক্ষা পেলো কপোতাক্ষ এক্সপ্রেস

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা স্টেশনের অদূরে অল্পের জন্য রক্ষা পেয়েছে খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস। ঊর্ধ্বমুখি লাইনে বড় আকারের ফাঁটলের কারণেই কপোতাক্ষ এক্সপ্রেসটি দুর্ঘটনার ঝুঁকির মধ্যে পড়ে। চান্দু মিয়া নামের এক পথচারী রেললাইন ফেটে ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে দেখে পরনের জামা খুলে কপোতাক্ষ এক্সপ্রেসটি থামিয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

গতকাল বুধবার সকাল পোনে ১০টার দিকে কপোতাক্ষ এক্সপ্রেস চুয়াডাঙ্গা স্টেশনে প্রবেশের সিগনাল অতিক্রমের পর খাদিমুল মাদরাসার নিকট ফেটে ঝুঁকিপূর্ণ হয়ে থাকা রেললাইনের দিকে ছুটছে দেখে পথচারী চান্দু দ্রুত ট্রেন থামানোর উদ্যোগ নেন। তিনি বলেছেন, পাশেই দোকান। হাঁটতে গিয়ে দেখি রেললাইন ফেটে ঝুঁকিপুর্ণ হয়ে রয়েছে। কপোতাক্ষ এক্সপ্রেস আসছে দেখে তা থামানোর চেষ্টা করি।

বাংলাদেশ রেলওয়ের চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার ফজলুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, কপোতাক্ষ এক্সপ্রেসে হাজারের অধিক যাত্রী ছিলো। ভাগ্যিস পথচারী দেখে ট্রেনটি থামিয়েছেন। রেললাইনটি কীভাবে কখন ফেটে ঝুঁকিপূর্ণ হয়েছে তা আমরা বুঝতেই পারিনি। রেললাইনটি দ্রুত মেরামতের চেষ্টা করা হয়। মেরামতের সময় ট্রেন সতর্কতার সাথে ঘটনাস্থল অতিক্রম করানো হয়। বেলা ১২টার পর থেকে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু করে।

Leave a comment