জীবননগরে বিজয় দিবস পালনে প্রস্তুতিসভা

 

জীবননগর ব্যুরো: ৪৪তম মহান বিজয় দিবস পালনে গতকাল বুধবার জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিতসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক খলিলুর রহমান, ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজামউদ্দিন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজামউদ্দিন, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, যুবলীগ নেতা আ. সালাম ইসা, ছাত্রলীগ সভাপতি সোয়েব আহমেদ অঞ্জন, ভিডাকের নির্বাহী পরিচালক আব্দুল মান্নান পিল্টু, ঊষা সংস্থার সমন্বয়কারী আলমগীর হোসেন, আরডিইওর নির্বাহী পরিচালক আরফান কবির। সভায় জাতীয় কর্মসূচির আলোকে যথাযথভাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a comment