মেহেরপুরের ধলা থেকে অস্ত্রসহ চরমপন্থি গ্রেফতার

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষিনারায়ণপুর ধলা গ্রাম থেকে একটি সাটারগানসহ চরমপন্থি দলের সদস্য হিসাব আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও গাংনী থানার একটি দল যৌথ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, হিসাব আলী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের সক্রিয় সদস্য হিসেবে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। তার নামে গাংনী থানায় একাধিক মামলা ও কয়েকটি অভিযোগ রয়েছে। অস্ত্র আইনে মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি।