ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার রাখালভোগা নামক স্থানে বাস চাপায় মজনু মণ্ডল ওরফে পাগল (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি মহেশপুর উপজেলার রাখালভোগা গ্রামের মান্দার মণ্ডলের ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, গতকাল মঙ্গলবাল বিকেল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের রাখালভোগা নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন মজনু মণ্ডল। এ সময় নিশান পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস (পাবনা-জ-১১-০১০৫) পথচারী মজনুকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। মজনুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটিকে পুলিশ আটক করতে পারেনি। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।