আলমডাঙ্গায় কমিউনিটি পুলিশিং সমাবেশে আলমডাঙ্গার নিয়ন্ত্রণহীন মাদকের ভয়াল থাবার বিষয়টি সর্বাধিক গুরুত্ব

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় গতকাল কমিউনিটি পুলিশিং সমাবেশ-১৪ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রায় সকল অতিথির বক্তব্যে আলমডাঙ্গার নিয়ন্ত্রণহীন মাদকের ভয়াল থাবার আতঙ্কের বিষয়টি উঠে আসে। এএসপি কামরুজ্জামানের সভাপতিত্বে সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান হাসান কাদির গনু, সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সানোয়ার হোসেন লাড্ডু, সম্পাদক নুরুল ইসলাম, আলমডাঙ্গার থানার ওসি মনিরদ্দিন মোল্লা ও ওসি (তদন্ত) নাজমুল হুদা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশ বলে আসলে কিছু নেই। পুলিশের কার্যক্রমটা কমিউনিটির মাধ্যমে করা। এটা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করা। এখন সন্ত্রাসীরা সারা রাত চরে বেড়াবে আর পুলিশ এক স্থানে চুপ করে বসে থাকবে, এমন দিন চলে গেছে। পুলিশ এখন সমস্ত রাত ডিউটি করে। কমিউনিটি পুলিশিং প্রতিরোধমূলক কাজ করবে। পুলিশের নিকট থেকে সাধারণ মানুষ তাদের অধিকার আদায় করে নেয়ার সুযোগ পাবেন কমিউনিটি পুলিশিঙের মাধ্যমে। উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন, মীর আব্দুল হামিদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, হাসানুজ্জামান হাসান, আমিনুল ইসলাম রোকন, আব্দুল হালিম, তোবারক হোসেন, রেজাউর রহমান রেজু প্রমুখ। সমাবেশের লিখিত বক্তব্য পাঠ করেন মহিলানেত্রী আসমা আহমেদ।

Leave a comment