চুয়াডাঙ্গার বেগনগরে বাড়ির মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মালামাল ডাকাতি

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বেগনগরে গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে উবাইদুল ইসলামের বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গয়নাগাটিসহ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে ডাকাতদল। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিনগত রাত একটার দিকে। এ ব্যাপারে বাড়ির মালিক উবাইদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বাড়ির নিচের তলায় গেটে তালা দিয়ে দোতলায় ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত বাড়ির নিচের তলার গেটের তালা ভেঙে দোতলায় উঠে মেন দরজা ভেঙে ফেলে ঘরে ঢুকে দেশীয় অস্ত্র ধরে বাড়ির সকলকে আটকে বিদেশ থেকে আনা ডলার যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, সোনার কানের দুল, রুপোর নেকলেচ, চেন ও কানের দুলসহ ঘরের মালামাল ডাকাতি করে নিয়ে যায়। সাথে সাথে চুয়াডাঙ্গা সদর থানায় মোবাইলফোনে ডাকাতির ঘটনা জানালে দ্রুতগতিতে চুয়াডাঙ্গা সদর অফিসার ইনচার্জ ও সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই সেকেন্দার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।