সরোজগঞ্জ প্রতিনিধি: সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ গত সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বোয়ালিয়া ও নিমতালা গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে তাদেরকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সরোজগঞ্জ ফাঁড়ি ইনচার্জ এসআই সেকেন্দার আলী জানান, চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে আলী হোসেনের ছেলে মোতালেব হোসেন (৩০) ও নিমতলা গ্রামে অভিযান চালিয়ে মৃত বাহার আলীর ছেলে সুবারেক আলী (৩৫) ও একই গ্রামের মৃত আবু তাহের আলীর ছেলে হামিদুর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়। সরোজগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই সেকেন্দার আলী ও টুআইসি এএসআই সাহেব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সরোজগঞ্জ এলাকাধীন বিভিন্ন গ্রামে ডাকাতির সাথে জড়িতোর অভিযোগ রয়েছে বলে জানানো হয়। তাদেরকে গতকাল মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়।