মুজিবনগরের দারিয়াপুর থেকে গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযানে ২শ গ্রাম গাঁজাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত এরশাদ (২৭) মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের গোলাম পঞ্চাতনের ছেলে।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে দারিয়াপুর গ্রামের এরশাদ বাড়িতে গাঁজা নিয়ে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের ডিবির এসআই ফজলুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় ২শ গ্রাম গাঁজাসহ এরশাদকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ১৯(১) টেবিল ৭(ক) ধারায় তার নামে মুজিবনগর থানায় ডিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।