মাথাভাঙ্গা মনিটর: গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের ম্যাচের পুর্নমঞ্চায়ন দেখা যাবে আগামী কোপা আমেরিকায়। ড্র তে ব্রাজিলের সাথে একই গ্রুপে পড়েছে কলম্বিয়া। আর আর্জেন্টিনার গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে। আগামী বছরে চিলিতে হতে যাওয়া কোপা আমেরিকার ড্র হয় গত সোমবার। ‘সি’ গ্রুপে ব্রাজিলের সাথে কলম্বিয়া ছাড়াও আছে পেরু ও ভেনেজুয়েলা। বিশ্বকাপে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল ব্রাজিল।
‘বি’ গ্রুপে আর্জেন্টিনা, উরুগুয়ের সাথে খেলবে প্যারাগুয়ে ও জ্যাম্যাইকা। ফিফার নিষেধাজ্ঞার কারণে প্রতিযোগিতায় উরুগুয়ে দলে খেলতে পারবেন না বার্সেলোনা তারকা লুইস সুয়ারেস। ‘এ’ গ্রুপে স্বাগতিক চিলির সাথে পড়েছে মেক্সিকো, ইকুয়েডর ও বলিভিয়া। চিলির রাজধানী সান্তিয়াগোতে আগামী ১১ জুন এই ১২টি দেশ নিয়ে শুরু হবে এ টুর্নামেন্ট। তিন গ্রুপের শীর্ষ দুই দলের সাথে নকআউটে উঠবে তৃতীয় স্থান পাওয়া দুই সেরা দল। প্রতিযোগিতার ফাইনাল আগামী ৪ জুলাই। ১৯১৬ সালে প্রথম অনুষ্ঠিত কোপা আমেরিকা ফুটবলের সবচেয়ে পুরানো আন্তর্জাতিক টুর্নামেন্ট।